সাংবাদিকদের নিয়ে আগরতলা প্রেস ক্লাবে “ককবরক ভাষার প্রাথমিক জ্ঞান” বিষয়ক কর্মশালা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ ফেব্রুয়ারী || মাস জুড়ে রাজ্যব্যাপী চলবে সাংবাদিক ও সংবাদকর্মীদের কর্মশালা। রবিবার আগরতলার বাছাই করা সাংবাদিকদের নিয়ে আগরতলা প্রেস ক্লাবে সংগঠিত হয় “ককবরক ভাষার প্রাথমিক জ্ঞান” বিষয়ক কর্মশালা। FDPMC এর রাজ্য সম্মেলনে ত্রিপুরা রাজ্যের ভাষাগত বিশেষ অবস্থানের কথা বিবেচনায় প্রত্যন্ত অঞ্চলে সংবাদ সংগ্রহকালে ককবরক ভাষার প্রাথমিক জ্ঞান থাকা আবশ্যক বলে অভিমত ব্যক্ত করেছিলেন প্রতিনিধিরা। রাজ্য সম্মেলনের সেই নির্দেশিকা পাথেয় করে FDPMC রাজ্য কমিটি ফেব্রুয়ারী মাসব্যাপী রাজ্যজুড়ে সিরিজ কর্মশালার অঙ্গ হিসেবে এদিন আগরতলায় “ককবরক ভাষায় প্রাথমিক জ্ঞান” বিষয়ক প্রারম্ভীক কর্মশালা সংগঠিত করে। এই কর্মশালার উদ্বোধন করেন রাজ্যের প্রখ্যাত সাংবাদিক সঞ্জীব দেব। সগঠনের পক্ষে স্বাগত বক্তব্য রাখেন FDPMC সভাপতি জয়ন্ত ভট্টাচাৰ্য। এই কর্মশালায় ৪২ জন সাংবাদিক ও সংবাদকর্মী শিক্ষার্থী হিসেবে উপস্থিত ছিলেন। এই কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ককবরক ভাষাবিদ ডঃ নিতাই আচার্য ও খুমলুং ডিগ্রী কলেজের শিক্ষক প্রসেনজিৎ দেববর্মা। অ-ককবরক ভাষাভাষী সাংবাদিক ও সংবাদকর্মীদের কাছে ত্রিপুরার বিশেষ ভাষাগত অবস্থানের কারণে ককবরক শিক্ষার গুরত্ব অপরিসীম। FDPMC ধারাবাহিকভাবে এই প্রক্রিয়া চালাবে বলে জানিয়েছেন নেতৃবৃন্দরা। FDPMC রাজ্য নেতৃত্ব তথা আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার সমাপ্তি ভাষণ দিতে গিয়ে আগামী ৬ মাসের মধ্যে ককবরক ভাষা শিক্ষার অগ্রগতির উপর সাংবাদিকদের মধ্যে অ্যাওয়ার্ড প্রদানের ঘোষণা দেন। তাছাড়া চলতি ফেব্রুয়ারী মাসে ধর্মনগর, আমবাসা, অমরপুর ও বিলোনিয়াতে অনুরূপ কর্মশালার আয়োজন করবে ফোরাম ফর ডেভলপমেন্ট এন্ড প্রটেকশন অব মিডিয়া কমিউনিটি। দেশের বড়িষ্ঠ চিত্রসাংবাদিক বাবলু দাস এই কর্মশালাগুলোতে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত থাকবেন। এই কর্মশালাগুলোতে ককবরক ভাষার প্রাথমিক জ্ঞানের উপরও গুরুত্ব দেওয়া হবে। রাজ্যের সাংবাদিক ও সংবাদকর্মীদের মেধাজাত সম্পদকে বিকশিত করার জন্য FDPMC গৃহীত এইধরণের কর্মশালা সংগঠিত করার ধারাবাহিক কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছে রাজ্যের সংবাদজগৎ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*