আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ ফেব্রুয়ারী || প্রতিনিয়ত বেড়েই চলেছে যান দূর্ঘটনা। এবার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল একটি রাবার বোঝাই গাড়ি। ঘটনা খোয়াই চৌমুহনী এলাকায়। জানা যায়, রাবার বোঝাই একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে মূল রাস্তায় উল্টে যায়। এতে আহত হয় চালক সহ সহচালক। আহত চালক ও সহচালককে মোহনপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।