আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ ফেব্রুয়ারী || ফের নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনায় গাড়ি। জানা যায়, সোমবার সকাল ৬টা নাগাদ একটি ট্রিপার গাড়ি রাজধানীর বিদ্যাসাগর থেকে যোগেন্দ্রনগর যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মেইলের ভিতর উঠিয়ে দেয়। এরপর ট্রিপারের চালক পালিয়ে যেতে চেষ্টা করলে মেইলের মালিক চালককে আটক করে। জানা যায়, মেইল সাথে সাথে বিশাল বড় একটি বৈদ্যুতিক খুটি ক্ষতি করেন ট্রিপার গাড়িটি।