পাকিস্তানে আরো ৭ জঙ্গির ফাঁসি কার্যকর

pakআন্তর্জাতিক ডেস্ক, ১৩ জানুয়ারী ।। পাকিস্তানে মৃত্যুদণ্ড কার্যকরের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর দেশটিতে আরো ৭ জঙ্গির ফাঁসি কার্যকর করা হয়েছে।
তাদেরকে সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফকে হত্যার ষড়যন্ত্র ও পুলিশের ওপর হামলায় জড়িত থাকাসহ আলাদা মামলায় মৃত্যুদণ্ড দেয়া হয়েছিলো।
মঙ্গলবার সকালে করাচির কেন্দ্রীয় কারাগারে দু’জন , সুক্কুরে ৩ জন, রাওয়ালপিন্ডি ও ফয়সালাবাদের কারাগারে দু’জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামীর ফাঁসি কার্যকর করা হয়।
এদের মধ্যে কয়েকজন প্রেসিডেন্ট মামনুন হুসেইনের কাছে প্রাণভিক্ষার আবেদন করলেও, তা নাকচ করার কয়েকদিন পরই এ ফাঁসি কার্যকর করা হলো।
এ নিয়ে পাকিস্তানে মৃত্যুদণ্ড কার্যকরের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর মোট ১৬ জনকে ফাঁসি দেয়া হলো।
এদিকে, আগামী দুই বছর সামরিক আদালতের অধীনে জঙ্গিদের বিচারকাজ পরিচালনার আইন পাশের পর এ ব্যাপারে প্রস্তুতি চলছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*