নেশা দ্রব্যের বিরুদ্ধে অভিযান চালিয়ে ফের সাফল্য পেল তেলিয়ামুড়া থানার পুলিশ

আপডেট প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৫ ফেব্রুয়ারী || নেশা দ্রব্যের বিরুদ্ধে অভিযান চালিয়ে ফের সাফল্য পেল তেলিয়ামুড়া থানার পুলিশ। নেশা কারবারি ও নেশাদ্রব্য আটক করতে সক্ষম হয় পুলিশ। ঘটনার বিবরণে জানা যায়, রবিবার সারা ত্রিপুরা রাজ্যেই ড্রাক্স জাতীয় নেশা দ্রব্যের বিরুদ্ধে অভিযান চলে। এরই অঙ্গ হিসাবে তেলিয়ামুড়া থানাধীন বিভিন্ন এলাকায় টিম করে অভিযান চালায় পুলিশ ও টি এস আর। এই অভিযান চলাকালে চাকমাঘাট এলাকা থেকে তিন যুবককে আটক করতে সক্ষম হয়। ধৃত তিন যুবক হল মিঠুন নাথ ভৌমিক, সঞ্জিত কুমার রায় ও নিতাই দেব। এদের কাছ থেকে ৬০টি প্লাস্টিকের কৌটা ড্রাগ উদ্ধার হয় বলে জানান তেলিয়ামুড়া থানার ওসি স্বপন দেববর্মা। তিনি জানান, ধৃত মিটুন এর বিরুদ্ধে পুলিশের কাছে পূর্বেই অভিযোগ ছিল তেলিয়ামুড়ার বিভিন্ন এলাকায় ড্রাগস সাপ্লাই করার। ওসি স্বপন বাবু জানান, এদের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করবেন যাতে করে করে এই প্রান নাশক দ্রব্য ব্যবসার সাথে জরিতদের সমুলে বিনাশ করা জায়। এদিনের অভিযানের নেতৃত্বে ছিলেন এস আই জয়ন্ত হালদার, এস আই প্রিতম দত্ত প্রমুখ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*