বরমুড়া ইকোপার্ক এলাকা জুরে গ্রামীণ হর্নবিল উৎসব

আপডেট প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৫ ফেব্রুয়ারী || বরমুড়া ইকোপার্ক এলাকা জুরে হর্নবিলের অবস্থান কেন্দ্র করে উৎসব চলছে গত ১০ই ফেব্রুয়ারী থেকে। এরই অঙ্গ হিসেবে ইকো পার্ক সংলগ্ন পাঁচটি গ্রামীণ এলাকায় গ্রামীণ হর্নবিল উৎসব চলছে। রবিবার ছিল প্রথম পর্যাের অনুষ্ঠানের শেষ দিন, তথা পঞ্চম দিন। হদ্রাই JFMC অন্তর্ভুক্ত তুইচাকমা স্কুল প্রাংগনে এই উৎসব। প্রসঙ্গত আগামী ২১শে ফেব্রুয়ারী হবে সমাপ্তি এবং মূল অনুষ্ঠান। বরমুড়া ইকো পার্কে হবে উক্ত মূল অনুষ্ঠান।
এ দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মুখ্যসচেতক কল্যানী রায়, খোয়াই জেলা বন দপ্তরের আধিকারিক ডঃ নিরাজ কুমার চঞ্চল প্রমুখ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*