ডাম্পিং স্টেশনের জন্য অসুবিধার সন্মুখিন, দুর্গন্ধে নাজেহাল এলাকাবাসী

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৭ ফেব্রুয়ারী || শান্তির বাজার পৌর পরিষদের তৈরি ডাম্পিং স্টেশনের জন্য অসুবিধার সন্মুখিন হতে হচ্ছে পথচারী ও এলাকাবাসীদের। জানা যায়, শান্তির বাজার কাঁঠালিয়া এলাকায় পৌর পরিষদের পৌর এলাকার আবর্জনা ফেলার জন্য কাঁঠালিয়া লেচুবাগান এলাকায় জায়গা নির্ধারিত করা হয়েছে। প্রতিনিয়ত আবর্জনার ফেলার ফলে অসুবিধার সন্মুখিন হতে হচ্ছে এলাকার লোকজন ও পথচারীদের। দুর্গন্ধের ফলে নাজেহাল হয়ে এলাকাবাসী পৌর পরিষদের দায়িত্বে থাকা সিও তথা শান্তির বাজার মহকুমা শাসক অর্ঘ সাহা ও এলাকার জনপ্রতিনিধিদের জানিয়েছে এলাকাবাসী। এলাকাবাসীর অভিযোগ মহকুমা শাসক ও জনপ্রতিনিধিদের জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। ফলে উনারা বাধ্য হয়ে সংবাদমাধ্যমের দারস্ত হন। এখন দেখার বিষয় এলাকাবাসীর সুবিধার্থে মহকুমাশাসক কি প্রকার পদক্ষেপ গ্রহন করে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*