সাগর দেব, তেলিয়ামুড়া, ১৭ ফেব্রুয়ারী || তেলিয়ামুড়া পৌর পরিষদের উদ্যোগে ঐতিহ্যবাহী শ্রী পঞ্চমী মেলা ২০২১ দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বুধবার সন্ধ্যায় তেলিয়ামুড়া চিত্রাঙ্গদা কলা কেন্দ্র অর্থাৎ টাউনহলের মাঠ প্রাঙ্গনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত ঐতিহ্যবাহী আনন্দঘন শ্রী পঞ্চমী মেলার প্রদীপ প্রজ্জ্বলন এবং শান্তির দূত হিসাবে দুটি পায়রা আকাশ পানে উড়িয়ে দিয়ে শুভ সূচনা করেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা ২৮-তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী রায়। এছাড়াও এই ঐতিহ্যবাহী শ্রী পঞ্চমী মেলায় উপস্থিত ছিলেন ২৭-কল্যাণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক পিনাকী দাস চৌধুরী, তেলিয়ামুড়া পৌর পরিষদের প্রাক্তন পৌর পিতা নীতিন কুমার সাহা, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান যমুনা দাস, তেলিয়ামুড়া মহকুমা শাসক ভাস্বর ভট্টাচার্য, তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনা চরণ জামাতিয়া, তেলিয়ামুড়া আর ডি ব্লকের ভিডিও শান্তুনু বিকাশ দাস সহ অন্যান্যরা। এদিনে এই ঐতিহ্যবাহী আনন্দঘন শ্রী পঞ্চমী মেলায় সাধারণ জনগনের উপস্থিতির হার ছিল চোখে পড়ার মতো।