আপডেট প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৮ ফেব্রুয়ারী || বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ সারা ভারত কৃষক সংঘ সমন্বয় কমিটি তেলিয়ামুড়া মহাকুমা কমিটির উদ্যোগে তৃষা বাড়ি রেলওয়ে স্টেশনের সামনে এক বিক্ষোভ প্রদর্শন করে। এদিনে তৃষা বাড়ি রেলওয়ে স্টেশনের সামনে বিক্ষোভ প্রদর্শনে উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর। এছাড়াও এই বিক্ষোভ প্রদর্শনী সভায় সারা ভারত কৃষক সভার খোয়াই জেলা কমিটির সম্পাদক সুভাষ নাথ, ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের জেলা সম্পাদক অজয় ঘোষ, সিপিআই(এম) তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির সম্পাদক হেমন্ত কুমার জমাতিয়া সহ অন্যান্যরা। এদিন বামেদের তিনটি সংগঠনের যৌথ উদ্যোগে স্থানীয় তৃষা বাড়ি রেলওয়ে স্টেশনের সামনে এক বিক্ষোভ প্রদর্শনী সভা অনুষ্ঠিত হয়। পরে সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র বাবু বিজেপি সরকারের সমালোচনায় মুখর ছিলেন, তৎসঙ্গে বিজেপি সরকারকে কৃষক বিরোধী সরকার বলে আখ্যায়িত করেন।