সাগর দেব, তেলিয়ামুড়া, ১৮ ফেব্রুয়ারী || যেটা দিয়ে সংসারের উপার্জন সেই ধানের খড় তথা কৃষকদের চলিত ভাষায় গরুর খাবারের জন্য বনের কুঞ্জিতে আগুন জ্বালানো দুস্কৃতিকারীরা।অল্পেতে রক্ষা পেল গোটা এলাকা। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন তেলিয়ামুড়া কৃষি মহাকুমা সংলগ্ন ব্রহ্মছড়া এলাকায় রাত আনুমানিক দশটা নাগাদ। সংবাদ সূত্রে জানা যায়, এই পরিবারটি কৃষি কাজের পাশাপাশি গরু রক্ষণা বেক্ষণ সহ গরুর দুধ বিক্রি করে সংসার চালাতে হয়। আর সেই গরুর জন্য ধানের খড় তথা বনের কুঞ্জি বানিয়ে পালিত গরুর আহার জুটিয়ে থাকে। বুধবার প্রতিদিনের মত বনের কুঞ্জি থেকে গৃহপালিত গরুর জন্য ধানের খড় নিয়ে গিয়ে বাড়িতে পড়েন গৃহস্ত।হঠাৎ করে খবর আসে তার বনের কুঞ্জিতে নাশকতামূলক আগুন জলছে। খবর দেওয়া হয় তেলিয়ামুড়া দমকল কর্মীদের। দমকলকর্মীরা ঘটনাস্থলে এসে বনের কুঞ্জি না বাঁচাতে পারলেও গোটা এলাকা তে রক্ষা করতে পেরেছে। এদিকে জানা যায়, আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২৫ হাজার টাকা।পুলিশি তদন্ত ক্রমে আসল রহস্য উদঘাটন হবে।