তারায়-তারায় ডেস্ক ।। আমির মানেই ‘ব্রেক দ্য রেকর্ড’৷ তা সে বক্সঅফিস বা অভিনয়ের দক্ষতা যে কারণেই। সবাইকে পেছনে ফেলে আমিরই শেষ কথা। বছর শেষে আমিরের ‘পিকে’ ছাড়িয়ে গেল সবাইকে।
বলিউডের ইতিহাসে যাবতীয় রেকর্ড ভেঙে ৬২০ কোটি টাকার ব্যবসা করে ফেলল পিকে৷
মুক্তি পাওয়ার আগে নগ্নতা নিয়ে বিতর্ক৷ মুক্তি পাওয়ার পর ধর্মের স্বনিয়োজিত অভিভাবকদের চোখরাঙানি৷ কোনও কিছুই আমির খান-রাজকুমার হিরানি জুটির জয়রথ থামাতে পারল না৷ মুক্তির তিন সন্তাহের মধ্যেই বিশ্ব জুড়ে সফল বলিউডি ছবির তালিকায় এক নম্বরে উঠে এল পিকে৷
ভারতে বক্স অফিস সংগ্রহ এবং বিশ্ব জুড়ে বক্স অফিস সংগ্রহ, দুই নিরিখেই এখন প্রথম বছরশেষে মুক্তি পাওয়া এই ব্লকবাস্টার৷ ভারতে রোববার পর্যন্ত তার সংগ্রহ ৪৬৭ কোটি৷ যা প্রতি মুহূর্তেই বেড়ে চলেছে৷
ভারতে বা সামগ্রিক বিচারে দুটি পরিসংখ্যানের নিরিখেই ঠিক পরের স্থানে থাকা ধুম থ্রি-কে বেশ অনেকটাই পিছনে ফেলেছে এই ছবি৷ বাকি শুধু বিদেশে সংগ্রহের নিরিখে প্রথম স্থান দখল৷ সেই বিচারে এখনও ধুম থ্রি কিছুটা এগিয়ে৷ তবে সোশ্যাল স্যাটায়ারধর্মী পিকে যেমন দুর্বার গতিতে এগোচ্ছে , তাতে অনেকেরই মত, অচিরেই আমিরের ডবল রোলকে হারিয়ে দেবে ভিনগ্রহী আমির৷ অথচ মুক্তির প্রথম দিনে কিন্তু তেমন সাড়া জাগাতে পারেনি এই ছবি৷
প্রথম দিনে বক্স অফিস সংগ্রহের নিরিখে ধুম থ্রি তো বটেই, শাহরুখের হ্যাপি নিউ ইয়ারের ধারে কাছেও যেতে পারেনি পিকে৷ এই বিষয়টিকে চিরাচরিত ঢঙে আমির বনাম শাহরুখ লড়াইয়ের চেহারা দিয়ে চর্চাও হয়েছিল বিস্তর৷ কিন্ত্ত তার পরেই শুরু হয় পিকের স্বপ্নের দৌড়৷
বিতর্ক যত দানা বাঁধে, বিশ্ব হিন্দু পরিষদ বা বজরং দলের মতো গোঁড়া হিন্দুত্ববাদী দলগুলির আস্ফালনের মাত্রা যত বাড়ে, পাল্লা দিয়ে বাড়ে পিকের জনপ্রিয়তাও৷ একের পর এক রেকর্ড ধূলিসাৎ করে অচিরেই তিন-চার-পাঁচ-ছ’শো কোটির মাইলস্টোন পেরিয়ে যায় এই ছবি৷
মাল্টিপ্লেক্স সংস্কৃতি এবং একসঙ্গে বহু প্রেক্ষাগৃহে মুক্তির জন্য এখন দু’-তিনশো কোটির ব্যবসা করা বলিউডি ফিল্মের কাছে প্রায় জলভাত হয়ে গিয়েছে৷ গত দু’ বছরে মুক্তিপ্রান্ত ছবিগুলির মধ্যে পাঁচটি ছবি বিশ্ববাজারে দু’শো কোটির টাকার উপর ব্যবসা করেছে৷ কিন্ত্ত পিকের সাফল্য এককথায় নজিরবিহীন৷
এই সাফল্যের পিছনে ছবিটির বিষয়বস্ত্তই মুখ্য বলে মনে করছেন পরিচালক রাজকুমার হিরানি৷ তার ব্যাখ্যা, যে ভাবে ধর্মের নানা ভণ্ডামি এবং আমজীবনের অসঙ্গতিগুলোকে এক বহিরাগতের চোখ দিয়ে বিশ্লেষণ করা হয়েছে, তা কোথাও মানুষের মনকে ছুঁতে পেরেছে৷