স্পোর্টস ডেস্ক ।। অস্ট্রেলিয়ার হয়ে এর আগে পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার উসমান খাঁজা খেলেছিলেন। কিন্তু এবার অসিদের জাতীয় দলে খেলবেন এক ভারতীয় খেলোয়াড়। সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে অনুষ্ঠিত টেস্টে ভারত হারের লজ্জা পেয়েছে। এখন যদি অস্ট্রেলিয়ার হয়ে সেই খেলোয়াড় ভারতীয় ব্যাটসম্যানদের হতাশ করেন তবে অবাক হওয়ার কিছুই থাকবে না।
অস্ট্রেলিয়ায় চলমান ঘরোয়া টি-২০ লিগ বিগ ব্যাশে দারুণ পারফর্ম করা গুরিন্দার সাধু বিশ্বকাপের আগে ইংল্যান্ড ও ভারতের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলতে অস্ট্রেলিয়া দলের জার্সি গায়ে মাঠে নামবেন। আর ১৬ জানুয়ারি সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ত্রিদেশীয় এই সিরিজ শুরু হওয়ার কথা।
নিউ সাউথ ওয়েলস এবং বিগ ব্যাশে সিডনী থানডার্সের হয়ে হয়ে খেলা সাধু সর্বপ্রথম নির্বাচকদের চোখে পড়েন ২০১২ সালে। সেবার অস্ট্রেলিয়ার হয়ে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে ছয় ম্যাচে তুলে নিয়েছিলেন দশ উইকেট। এছাড়াও ২৯ লিস্ট ‘এ’ ম্যাচে তার দখলে রয়েছে ৫২ উইকেট।
এদিকে গুরিন্দর সাধুকে দলে নেওয়ার ব্যাপারে এক প্রেস বিজ্ঞপ্তিতে ক্রিকেট অস্ট্রেলিয়া বলেছে,ভারতের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলে আমাদের নিয়মিত পেসাররা ক্লান্ত। এছাড়া মিচেল জনসন এবং মিচেল মার্স ভুগছেন হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে। ফলে আমাদের বিকল্প বোলার নিয়ে ভাবতে হয়েছে। আর এ কারণে ফর্মে থাকা সাধুকে দলে ডাকা হয়েছে।