আন্তর্জাতিক ডেস্ক ।। বেশ নিরাপদেই এসেছিলেন ভারত সফরে৷ কিন্তু দেশে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি৷
গান্ধীনগর বিমানবন্দর যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়েন তিনি। অন্য একটি গাড়ি কেরির গাড়ির গা ঘেঁষে চলে যায়৷যদিও তিনি নিরাপদেই নিজ দেশে ফিরে যান।
গান্ধীনগরের পুলিশ সুপার শারদ সিঙ্ঘল জানিয়েছেন, একটি কুকুর রাস্তা পার হওয়ার সময় তার গাড়ির সামনে চলে আসে৷ তখন কুকুরটিকে বাঁচাতে গিয়ে খুব জোরে ব্রেক কষে কেরির গাড়িচালক৷
তখন সামনের দিক দিয়ে আসা গাড়িটি কেরির গাড়িতে ধাক্কা মারে৷ এর জেরে দুটি গাড়িই ক্ষতিগ্রস্ত হয়৷
উল্লেখ্য, ভাইব্রান্ট গুজরাত সম্মেলনে যোগ দিতে দু’দিনের সফরে রোববার ভারতে আসেন জন কেরি৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন তিনি৷
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আসন্ন সফর নিয়ে উভয়ের মধ্যে আলোচনা হয়। এ তথ্য জানা গেছে প্রধানমন্ত্রী মোদির দফতর সূত্রে৷