সাগর দেব, তেলিয়ামুড়া, ২৮ ফেব্রুয়ারী || জাতীয় সড়ক মেরামত সহ আমবাসা থানাধীন জাতীয় সড়কে খুন হওয়া প্রদীপ দেবনাথের হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে গাড়ি চালকরা।জানা যায়, রবিবার সকাল ১০টা থেকে তেলিয়ামুড়া থানা এলাকায় নেতাজি নগরের সেতুর মধ্যে বি এম এস সমর্থক গাড়িচালকেরা পথ অবরোধ করে। গাড়ি চালকদের দাবি নিহত প্রদীপ দেবনাথ হত্যাকাণ্ডের দোষীদের অবিলম্বে গ্রেপ্তার এবং জাতীয় সড়ক সংস্কার করা। এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন তেলিয়ামুড়া মহকুমা শাসক ভাস্বর ভট্টাচার্য্য, তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনা চরণ জমাতিয়া। এরপরে মহকুমা শাসকের আশ্বাসে পথ অবরোধ মুক্ত করে গাড়ির চালকরা।