সাগর দেব, তেলিয়ামুড়া, ২৮ ফেব্রুয়ারী || পাঁচ বছরের শিশু কন্যা ধর্ষন ও হত্যাকান্ডের অভিযোগ। ঘটনা তেলিয়ামুড়া থানার দুস্কি এলাকার ঈশান চন্দ্র পাড়ায়। জানা যায়, গত সোমবার থেকে নিখোঁজ ছিল পাঁচ বছরের এক শিশু কন্যা। উদ্ধারকৃত শিশুর পিতা ছন কাটার জন্য বাড়ি থেকে বের হয়। সন্ধ্যায় সে বাড়িতে এসে মেয়েকে না দেখতে পেয়ে খোঁজাখুঁজি করতে শুরু করে। এলাকার বিভিন্ন জঙ্গল সহ খোঁজখবর নিয়েও মেয়ের খবর পাইনি পিতা। তেলিয়ামুড়া থানার পুলিশ বৃহস্পতিবার নিখোঁজ হওয়ার মামলা নিয়ে তদন্ত সাপেক্ষে ওই এলাকার এক যুবক অভিজিৎ ত্রিপুরাকে (৩০) আটক করে। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের পর জানতে পারে মূল ঘটনা। এই শিশু কন্যাটির পরিবারের পক্ষ থেকে অভিযোগ, পাশবিক অত্যাচারের পর শিশু কন্যাটিকে হত্যা করা হয়েছে। এদিকে পুলিশ প্রাথমিক তদন্ত অনুযায়ী হত্যার মামলা গ্রহণ করে তদন্ত চালিয়ে যাচ্ছে।