অসুস্থতাজনিত ছুটি ২৪ বছর

officeজাতীয় ডেস্ক ।। সরকারি অফিসে অসুস্থতাজনিত ছুটি কত দিনের ? নিশ্চয়ই তার একটা সময়সীমা আছে। তাই বলে একেবাবে ২৪ বছর! এতো সরকারের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া। এ ঘটনাই ঘটেছে ভারতের কেন্দ্রীয় গণপূর্ত বিভাগে।
১৯৮০ সালে ভারতের কেন্দ্রীয় গণপূর্ত বিভাগে ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দিয়েছিলেন এ কে ভার্মা। দশ বছর পর তিনি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হন। এ অবস্থাতেই ১৯৯০ সালে তিনি সিক লিভে যান। এরপর তিনি আর অফিসে ফিরে আসেননি।
সরকারি এ কর্মকর্তা দীর্ঘ ২৪ বছর ধরে অসুস্থতাজনিত ছুটি বা সিক লিভ কাটান। তার এ দীর্ঘ ছুটি নিয়ে কেন্দ্র সরকার ১৯৯২ সালে একটি তদন্ত কমিটি গঠন করে। কিন্তু তাকে সরকারি চাকরি থেকে তাকে ছাঁটাই করা হবে কিনা, সেই প্রক্রিয়া শুরু হতে হতে ২০০৭ সালে এসে যায়।
আর তাকে ছাঁটাই করার চুড়ান্ত সিদ্ধান্তটি নিতে গণপূর্ত বিভাগের সময় লাগে আরো সাত বছর। তবে এই পুরো সময়টিতে ভার্মাকে বেতন দেয়া হয়েছে কিনা, সে সম্পর্কে কিছু জানা যায়নি।
বিবিসি সংবাদদাতারা জানাচ্ছেন, ভারতের সরকারি অফিসগুলোতে কর্মকর্তাদের অফিস কামাই করার প্রবণতা প্রকট আকার ধারণ করেছে। একই সমস্যা লক্ষ্য করা যাচ্ছে সরকারি স্কুলগুলোতে। যেখানে শিক্ষকরা ব্যাপক হারে ক্লাস ফাঁকি দিতে শুরু করেছেন।
আগস্ট মাসে মধ্যপ্রদেশের এক সরকারি স্কুলের শিক্ষিকাকে ছাঁটাই করা হয়। তার ২৪ বছরের চাকরি জীবনে তিনি ২৩ বছরই ছুটিতে ছিলেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*