দেবজিত চক্রবর্তী, আগরতলা, ১৩ জানুয়ারী ।। অলিন্দের ফিঁসফিঁসানিই অবশেষে সোচ্চার প্রতিধ্বনিতে রুপান্তরিত হয়েছে। কংগ্রেস হাইকমান্ডে ত্রিপুরার মাটি শক্ত করতে সভাপতি হিসেবে নিযুক্তি দিয়েছেন রাজ্যের পোড় খাওয়া রাজনৈতিক ব্যক্তিত্ব বীরজিৎ সিনহাকে। কোটা দেশের সঙ্গে রাজ্যেও কংগ্রেসের বর্তমান চেহারার রাজনৈতিক মহলে ভবিষ্যৎ নিয়ে যিখন আলোচনা হচ্ছে – ঠিক সেই সময়ই কংগ্রেসের সভাপতির কঠিন দায়িত্ব নিয়েছেন বীরজিৎ সিনহা।
মঙ্গলবার, সভাপতি হিসেবে নিযুক্ত হওয়ার শেষে আগরতলায় পা রাখতেই কংগ্রেস ভবনের সামনে সভ্য, সমর্থকরা উচ্ছাসে স্বাগত জানান নব সভাপতি বীরজিৎ সিনহা এবং নব যুগ্ম কার্যকরী সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মাকে। ফুলে, মালায় ভরিয়ে দেওয়া হয় শ্রী সিনহা এবং প্রদ্যুৎ কিশোর দেববর্মাকে – আবার শোনা যায় বন্দেমাতরম ধ্বনি।
চরে আটকে যাওয়া কংগ্রেসের নাও কি পাল তুলে সামনে পাড়ি দেবে ? সেই উত্তর বীরজিৎ সিনহার ভবিষ্যতের অগ্রযাত্রায় লুকিয়ে আছে।