দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ১১ আগষ্ট ।। রাজ্যে স্বাধীনতা দিবসের মূল আনুষ্ঠান আয়োজিত হয় আগরতলার আসাম রাইফেল ময়দানে। সরকারী, আধাসরকারী, এন এস এস, সিভিল ডিফেন্স, স্কাউট এন্ড গাইডস অংশ নিয়ে স্বাধীনতা দিবসের সুদৃশ্য প্যারেডে। স্বাধীনতা দিবসের প্যারেডে অংশ গ্রহনের জন্য পুরোদমে আসাম রাইফেল ময়দানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
আগরতলা থেকে শান্তনু চক্রবর্তীর তোলা ফাইল ছবি।