বাজার অর্থনীতির নবতম সংযোজন ‘বর্ডার হাট’

Border hatদেবজিত চক্রবর্তী, আগরতলা, ১৩ জানুয়ারী ।। বিশ্বায়নের যুগে পৃথিবী বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছে সেখানে বৈরিতার সঙ্গে বন্ধুত্ব চলছে সমান্তরাল ভাবে। সেই ক্ষেত্রে ভারতের প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে সম্পর্ক অত্যন্ত সুমধুর। দুটি দেশই ব্যবসা বানিজ্যের নতুন নতুন ক্ষেত্র আবিস্কার করছে।
মঙ্গলবার, ভারত-বাংলা সম্পর্কের নতুন সংযোজন সাব্রুমের শ্রীনগর সীমান্তে ‘বর্ডার হাট’-র উদ্বোধন। সীমান্তবর্তী Border haatদু’দেশের মানুষ এই বর্ডার হাটের ফলে উপকৃত হবেন সন্দেহ নেই।
শ্রীনগর সীমান্তে ‘বর্ডার হাট’-র উদ্বোধনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বানিজ্যমন্ত্রী নির্মলা সীতারমন, বাংলাদেশের বানিজ্যমন্ত্রী তোফাইল আহমেদ, রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার এছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ জীতেন্দ্র চৌধুরী।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*