জাতীয় ডেস্ক, ১৪ জানুয়ারী ।। ভারতের সংখ্যালঘু বিষয়ক প্রতিমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠেছিল। আর এ অভিযোগের প্রেক্ষিতে মুখতার আব্বাস নাকভীকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন দেশের এক আদালত।
বুধবার উত্তর প্রদেশের রামপুর জেলার একটি আদালত এ রায় দেন। ২০০৯ সালের লোকসভা নির্বাচনের সময় নিষেধাজ্ঞামূলক আদেশ অমান্যের দায়ে তাকে এ কারাদণ্ড দেয়া হয়। দণ্ড ঘোষণার পর নাকভীকে কারা হেফাজতে নেয়া হলেও কিছুক্ষণ পরেই আবার তার জামিন মঞ্জুর করেন আদালত।
২০০৯ সালে উত্তর প্রদেশের রামপুর জেলার পাতওয়াই থানায় নাকভী ও তার সমর্থকদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। এতে অভিযোগ করা হয়, ২০০৯ সালের লোকসভা নির্বাচনের সময় তল্লাশি চালানোর জন্য নাকভীর গাড়িবহর থামায় পুলিশ।
এ সময় তার সমর্থকরা পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ করেন এবং থানার সামনে অবস্থান নেন। নাকভী এ সময় তার ক্ষুব্ধ সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেন।
আদালতের এ রায়কে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন নাকভী। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।