দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ১১ আগষ্ট ।। দুশো বছরের পরাধীনতার শৃঙ্খল মোচন করে ভারতবর্ষ লাখো শহিদের রক্তের বিনিময়ে অর্জন করেছিল স্বাধীনতা। ব্রিটিশের বুলেটের বিরুদ্ধে নীরস্ত্র ভারতবাসী অকাতরে প্রান বিসর্জন দিয়ে ছিনিয়ে এনেছিল স্বাধীনতা।
স্বাধীনতা যুদ্ধের এক অনন্য বীর সন্তান ক্ষুদিরাম বসুকে ১১ আগষ্ট, ১৯০৮ সালে ফাঁসি দিয়েছিল অত্যাচারী ব্রিটিশ। মাত্র ১৯ বছর বয়সে ক্ষুদিরাম বসু হাসি মুখে প্রান উৎসর্গ করেন দেশ মাতৃকার মুক্তির জন্য। ক্ষুদিরামের আত্মবলিদান দিবসে নতমস্তকে দেশবাসী তাঁকে স্মরন করেছেন।
আগরতলার মূল অনুষ্ঠানটি হয়েছে ত্রিপুরা স্টেট মিউজিয়ামের সামনে ক্ষুদিরামের প্রতিকৃতিতে পুস্প মাল্য দিয়ে শ্রদ্ধা অর্পণ করা হয়েছে।
আগরতলা থেকে শান্তনু চক্রবর্তীর তোলা ছবি।