দেবজিত চক্রবর্তী, আগরতলা, ১৪ জানুয়ারী ।। গোমতীর পূণ্য প্রবাহের শ্রোতধারায় তীর্থমুখ গোটা রাজ্যের ধর্ম পিপাসু মানুষদের কাছে পবিত্র পূণ্যভূমি। সংক্রান্তিতে লাখো পূন্যার্থীর পদচারনায় নতুন করে জেগে উঠে তীর্থমুখ । সংক্রান্তির পূণ্য তিথিতে রাজ্যের ধর্ম বর্ণ নির্বিশেষে ধর্ম প্রাণ মানুষ সমবেত হন তীর্থমুখে।
গোমতীর পূণ্য সলিলে স্নান মানেই পূণ্য সঞ্চয় – এই বিশ্বাস বদ্ধমূল ভক্তদের হৃদয়ে। পবিত্র মন্ত্রোচারনের প্রতিধ্বনি মুখর হয়ে উঠে তীর্থমুখে সংক্রান্তিতে, বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা ছুটে যান মেলায়, সরকারী ভাবেও যুক্ত থাকে নানা অনুষ্ঠানে – সব মিলিয়ে সংক্রান্তিতে তীর্থমুখ ভাস্কর হয়ে উঠে চির চেনা আর শাশ্বত রুপে।