আন্তর্জাতিক ডেস্ক, বাংলাদেশ, ০৩ এপ্রিল || বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ এবং করোনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ উর্ধ্বমুখী। জানা যায়, শুক্রবার দৈনিক আক্রান্তের শিখরে পৌঁছে গিয়েছিল বাংলাদেশে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আগামী সোমবার (৫ এপ্রিল, ২০২১) থেকে গোটা বাংলাদেশে ৭ দিনের লকডাউনের ঘোষণা করলো বাংলাদেশ সরকার। তবে লকডাউনের সময় জরুরি পরিষেবা চালু থাকবে। পাশাপাশি কলকারখানাও খোলা থাকবে। কর্মীদের অবশ্য করোনা সংক্রান্ত সুরক্ষাবিধি মেনে বিভিন্ন শিফটে কাজ করতে হবে।