বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৫ এপ্রিল || কথা কাটাকাটির জেরে আত্মহত্যার পথ বেছে নিলো এক গৃহবধূ। জানা যায়, শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বেতাগা সাহা পাড়া এলাকার বাসিন্দা শ্রীপতি নমঃ এর সঙ্গে শনিবার রাতে উনার স্ত্রী শিল্পী ভৌমিক নমঃ (২৫) এর কথা কাটাকাটি হয়। এই নিয়ে গৃহবধূর স্বামী সংবাদ মাধ্যমের সামনে জানান, কথা কাটাকাটির পর তিনি স্ত্রীর গালে একটি চড় মারেন। পরবর্তী সময় সবকিছু ঠিকঠাক চলছিলো। এরইমধ্যে রবিবার দুপুর আনুমানিক ১টায় গৃহবধূ রান্নাঘরে গিয়ে আত্মহত্যার পথ বেছে নেয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় শান্তির বাজার থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৃতদেহ শান্তির বাজার জেলা হাসাপাতালে নিয়ে আসে। গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুতে সমগ্র এলাকাজুরে শোকের ছায়া নেমে এসেছে।