আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ এপ্রিল || বিভিন্ন দাবিতে শ্রম দপ্তরে ডেপুটেশন প্রদান করলো। জানা যায়, সোমবার দুপুরে ছাত্রনেতা তথা এন এস ইউ আই নেতা সম্রাট রায়ের নেতৃত্বে শ্রমিকরা শ্রম দপ্তরের কমিশনের কাছে দাবি সনদ তুলে দেন। তাদের দাবিগুলোর মধ্যে অন্যতম হল – শ্রমিকদের বকেয়া টাকা মিটিয়ে দেওয়া এবং শ্রমিকদের সাথে ঠিকাদারের দুর্ব্যবহার বন্ধ করা। শ্রমিকরা জানায়, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দপ্তরের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করার দাবিতে এই ডেপুটেশন প্রদান করা হয়।