পূর্ণরাজ্য দিবস উদযাপনের প্রস্তুতিতে ব্যস্ত উমাকান্ত প্রাঙ্গন

tripuraদেবজিত চক্রবর্তী, আগরতলা, ১৪ জানুয়ারী ।। সুদীর্ঘ রাজন্য শাসনের অবসানে উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়ী রাজ্য ত্রিপুরা যোগ দেয় ভারতীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থায়। প্রশাসনিক ব্যবস্থা চালুর মধ্য দিয়ে রাজ্য পূর্ণরাজ্যের স্বীকৃতি অর্জন করে। উত্তর-পূর্ব এলাকা সমূহ পুনর্গঠন আইন ১৯৭১ অনুসারে ১৯৭২ সালের ২১শে জানুয়ারী ত্রিপুরা ঘোষিত হয় পূর্ণরাজ্যে। যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্য পালন করে দিবসটি।
উমাকান্ত ময়দানে অনুষ্ঠিত হবে পূর্ণরাজ্য দিবস পালনের ২১শে জানুয়ারী থেকে ২৩শে জানুয়ারী পর্যন্ত তিনদিন ব্যাপী অনুষ্ঠান। পূর্ণরাজ্য দিবসকে সামনে রেখে উমাকান্ত ময়দানের নতুন রুপ দেয়ার কাজে ব্যস্ত শ্রমিকরা দিনরাত কাজ করে চলছে। 

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*