সাগর দেব, তেলিয়ামুড়া, ০৫ এপ্রিল || রাত পোহালেই রাজ্যের স্বশাসিত জেলা পরিষদের সাধারণ নির্বাচন। আর এই নির্বাচনকে সামনে রেখে সোমবার সকাল থেকেই রাজ্যের এডিসি এলাকাগুলিতে চলছে কঠোর নিরাপত্তা। এডিসি এলাকার প্রতিটি মহকুমা শাসকের কার্যালয়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এদিন সকাল থেকেই ভোট কেন্দ্রে ভোট কর্মীরা কঠোর নিরাপত্তা ব্যবস্থা মধ্য দিয়ে ইভিএম মেশিন সহ ভোটের সামগ্রী নিয়ে নিজ নিজ কেন্দ্রে উদ্দেশ্যে যাত্রা শুরু করতে দেখা যায়। তবে এদিন তেলিয়ামুড়া মহকুমা শাসক কার্যালয় সহ জিরানিয়াস্থিত বীরেন্দ্র নগর দ্বাদশশ্রেনি বিদ্যালয়ে গিয়ে প্রত্যক্ষ করা যায় রাজ্য সরকারের দেওয়া কোভিড-১৯ এর নতুন বিধি নিষেধ মানছে না ভোটের কাজে নিযুক্ত সরকারি কর্মচারীরা। এদিকে তাদের মধ্যে ছিল না কোন সামাজিক দূরত্ব এবং মুখেও মাক্স পরিধান করতে দেখা যায়নি অনেকেরই।