উৎসবের মেজাজে চলছে এডিসি নির্বাচন, দীর্ঘ লেইনে ভোটাররা, সংবাদ সংগ্রহে বাঁধা তিপ্রা মথার

সাগর দেব, তেলিয়ামুড়া, ০৬ এপ্রিল || সকাল ৮টা থেকেই শুরু হয় রাজ্যের এডিসি এলাকায় ভোট গ্রহণ পর্ব। মঙ্গলবার সকাল থেকেই ১১-মহারানী তেলিয়ামুড়ার ৪৮টি বুথ কেন্দ্রে চলছে ভোট দান প্রক্রিয়া। কঠোর নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে চলে এই ভোট। এদিকে প্রতিটি ভোট কেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশ টহলের পাশাপাশি ভোট কেন্দ্র গুলোতে মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনী। যদিও ৪৫ মাইল এলাকার একটি ভোট কেন্দ্র এবং উত্তর মহারানীপুর একটি ভোট কেন্দ্রে শুরুতেই ইভিএম গন্ডগোল দেখা গেলেও প্রায় দু’ঘণ্টা পর সারাই প্রক্রিয়ার পর ফের ভোটদান প্রক্রিয়া চলে। জানা যায়, সকাল ৯টা পর্যন্ত প্রায় ২০ শতাংশ ভোট পড়ে ঐ সকল ভোট কেন্দ্রগুলোতে। বেলা বাড়ার সাথে সাথে উৎসবের মেজাজে ভোট কেন্দ্রগুলোতে ভিড় জমায় ভোটদাতারা। বেলা বাড়ার সাথে সাথে ভোটদানের সংখ্যাও শতাংশ হারে বাড়তে থাকে। বেলা প্রায় একটা পর্যাপ্ত ৬০ শতাংশ ভোট পড়ে ভোটদান কেন্দ্রগুলিতে।

প্রায় একটা নাগাদ বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া নিজ ভোটদান কেন্দ্র তথা ১১/৩০নং বুথে ভোট দেন। এই কেন্দ্র থেকেই ওনার জায়া গীতা দেববর্মা বিজেপি-আইপিএফটি জোট শরিক হিসেবে প্রার্থী হয়েছেন। নির্বাচনে জয়ের ব্যাপারে তিনি ১০০% আশাবাদী বলে জানান।
বামপন্থী দলের নেতৃত্ব ষষ্ঠী দেববর্মা বলেন, উৎসবের মেজাজে মানুষ ভোট দিতে এসেছেন। ১১-মহারানী তেলিয়ামুড়া কেন্দ্র থেকে বামফ্রন্টের প্রার্থী ঝর্ণা দেববর্মা বিপুল ভোটে জয় যুক্ত হবেন বলে সিপিআই(এম) এর তরফ থেকে জানান এবং ঝর্ণা দেববর্মা নিজেও এই ব্যাপারে আশাবাদী।
অন্যদিকে তিপ্রা মথা দলের প্রার্থী কমল কলই জয়ের ব্যাপারে ১০০% আশাবাদী বলে জানান। যদিও তেলিয়ামুড়াতে এখন পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি বিভিন্ন ভোট কেন্দ্রগুলোতে। কিন্তু মুঙ্গিয়াকামী এলাকায় ১১ এর ১৫নং ভোটকেন্দ্রে সংবাদ সংগ্রহ করতে গেলে কিছু ত্রিপুরা মথা দলের কর্মীরা সাংবাদিকদের সংবাদ সংগ্রহ করতে বাঁধা দেয় এবং প্রিসাইটিং অফিসারের সাথে কথা বলতেও বাঁধা দেয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*