বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৬ এপ্রিল || গোটা রাজ্যের সাথে তাল মিলিয়ে এডিসি নির্বাচনকে কেন্দ্র করে ২৬নং বীরচন্দ্র নগর কলসী কেন্দ্রে সকাল থেকেই শুরু হয় ভোট গ্রহনের পক্রিয়ার কাজ। এরইমধ্যে ২৬নং কেন্দ্রের ২নং ও ৩নং পোলিং স্টেশনে ভোটগ্রহণ চলাকালীন সময়ে কিছু সংখ্যক সমস্যার কথা উঠে আসলো সংবাদমাধ্যমের সামনে। ২নং পোলিং স্টেশন দ্রোনজয় চৌধুরী পাড়া হাইস্কুলে তিপ্রা মথার পোলিং এজেন্ট ও ৩নং কেন্দ্রের হেমতা বাড়ী এস বি স্কুলে সি পি আই (এম)-র পোলিং এজেন্টদের মারধোর করার অভিযোগ উঠে আসলো। অভিযোগের তীর ২৬নং কেন্দ্রের বিজেপি মনোনিত প্রার্থী সঞ্জীব রিয়াং এর বিরুদ্ধে বলে অভিযোগ। এই আক্রমনের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ২৬নং কেন্দ্রের সি পি আই (এম) মনোনিত প্রার্থী সত্যজিৎ রিয়াং জানান, উনারা এই বিষয়ে রিটার্নিং অফিসার তথা শান্তির বাজার মহকুমা শাসক অর্ঘ্য সাহাকে জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। এই নিয়ে সি পি আই (এম) প্রার্থী জানান, মহকুমা শাসক কোনো প্রকার পদক্ষেপ গ্রহন না করলে উনারা আগামীদিনে বৃহত্তর আন্দোলনে সামিল হবে। এদিনের এই অভিযোগ সম্পর্কে ২৬নং কেন্দ্রের বিজেপি মনোনিত প্রার্থী সঞ্জীব রিয়াং’র নিকট জানতে চাইলে তিনি জানান, বিরোধীরা যখন জানতে পেরেছে এই কেন্দ্রে তারা পরাজিত হবে তখন সঞ্জীব রিয়াংকে কালিমালিপ্ত করার লক্ষ্যে নানান অভিযোগ করছে। এই সকল অভিযোগ ভিত্তিহীন বলে দাবী করছেন সঞ্জীব রিয়াং। তার পাশাপাশি তিনি আশাবাদী এই নির্বাচনে গনদেবতার রায় উনার পক্ষে পরেছে। আগামীদিনে নির্বাচনের ফলাফলে তিনি বিপুল ভোটে জয়লাভ করবে বলে আশাব্যক্ত করেন।
এদিন কিছু বিক্ষিপ্ত ঘটনা ছারা সুষ্ঠ ভাবে নির্বাচনের কাজ সমাপ্তি হয়েছে। ২৬নং বীরচন্দ্রনগর কলসী কেন্দ্রে ৪৪টি পোলিং স্টেশন রয়েছে। এরমধ্যে রয়েছে ৩২,৭১৮ জন ভোটার। এই ভোটারের মধ্যে পুরুষ ভোটার রয়েছে ১৬,৪৫২ ও মহিলা ভোটার রয়েছে ১৬,২৬৬ জন। বিকেল ৪টা পর্যন্ত মোট ৮৭ শতাংশ ভোট পরেছে বলে জানাযায়।