দেবজিত চক্রবর্তী, আগরতলা, ১৪ জানুয়ারী ।। যে কোনো উৎসবের সঙ্গেই জড়িয়ে থাকে মানুষের মিলনের আনন্দ বার্তা, আত্মীয় পরিজনের আগমনে উৎসব পূর্ণতা লাভ করে। রাত পোহালেই পৌষ সংক্রান্তি উৎসব। পৌষের সংক্রান্তির কথা উঠলেই ভেসে উঠে পিঠে, পুলি, পায়েসের রস্নার পরিতৃপ্তি আর হাড় হিম হয়ে আসা শীতের মধ্যেই সংক্রান্তিত স্নান শেষে ধানের ক্ষেতে খড়ের বুড়ির মা-র ঘরে আগুন দিয়ে গ্রাম জুড়ে আট আশির শরীর উষ্ণ করার ছবি।
এখানেই শেষ নয় সবুজ শ্যামল গাঁয়ের বাড়ীর বিরাট উঠানে জায়, জননীরা নানা রঙ্গে আলপনা এঁকে নানা আয়োজন করে থাকেন। পরিবর্তিত পৃথিবীতে এখনো সুদূর গাঁয়ে পৌষ সংক্রান্তির উৎসব নিয়ে আসে আনন্দ বার্তা।