আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ এপ্রিল || ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসত ঘর৷ ঘটনা রাজধানীর উত্তর বাধারঘাটের সুভাষপল্লী এলাকায়। জানা যায়, বুধবার আনুমানিক ২টা নাগাদ সুভাষপল্লী এলাকার নারায়ণ দাসের বাড়িতে আগুন লাগে। জানা যায়, এই বাড়ির ২টি গ্যাসের সিলিন্ডার ফেটে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে পুড়ে ছাই হয়ে যায় বাড়ির সবকটি বসত ঘর। ঘটনার খবর পেয়ে ছুটে আসে ৩টি দমকল ইঞ্জিন। দমকল বাহিনীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও শেষ রক্ষা হয়নি ঘর সহ আসবাপত্রের। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে।