ফেসবুকের সতর্কবার্তা

f.bতথ্য, বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক ।। সহিংস ভিডিও’র ব্যাপারে বিধিমালা নির্ধারণ করা হয়েছে। তবে এটি করা হয়েছে ফেসবুকের নিরাপত্তা উপদেষ্টাদের চাপেই।
সাইটে পোস্ট করা সহিংস ভিডিও ক্লিপ এবং ছবির ওপর বাধানিষেধ আরোপ করছে ফেসবুক কর্তৃপক্ষ ।
আর সে কারণে এ ধরনের ভিডিও’র ওপর সতর্কবার্তা দেয়া হচ্ছে। ফলে এসব ভিডিও’র ওপর ক্লিক না করলে সেগুলো আর স্বয়ংক্রিয়ভাবে চালু হবে না।
১৮ বছরের কম বয়সীদের গ্রাফিক ভিডিও ও ছবি দেখা বন্ধেরও ব্যবস্থা নিচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ। ফেসবুকের নিরাপত্তা উপদেষ্টাদের চাপের প্রেক্ষিতেই এমন কড়াকড়ি পদক্ষেপ নেয়া হয়েছে।
মনোবিদদের মতে, কম বয়সীদের রক্ষায় এ পদক্ষেপ যথেষ্ট নয়। এই বিধিনিষেধের আওতায় পড়েছে প্যারিসে নিহত পুলিশ সদস্য আহমেদ মিরাবেতের গুলিবিদ্ধ হওয়ার দৃশ্যের মতো বেশকিছু সহিংসতা সম্বলিত ভিডিও।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*