আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ এপ্রিল ৷। রাজ্যের শিল্পীদের মধ্যে উৎসাহ যোগাতে নানা অনুষ্ঠান ও প্রতিযোগিতার আয়োজনে বরাবরই প্রশংসিত “আমার ত্রিপুরা” সোশ্যাল মিডিয়া পেইজ। সম্প্রতি “আমার ত্রিপুরা” সোশ্যাল মিডিয়া পেইজ রাজ্যের প্রতিভাবান শিল্পীদের নিয়ে ‘চিত্রকলা, ভাস্কর্য ও আলোকচিত্র প্রদর্শনী’ এর আয়োজন করে। পাশাপাশি নেটিজেনদের জন্য রাজ্য ভিত্তিক ‘অনলাইন অঙ্কন এবং আলোকচিত্র প্রতিযোগিতা ২০২১’ এর আয়োজন করে। যার নাম ছিল “রুপকথা”। গত ২২শে মার্চ ও ২৩শে মার্চ দু’দিন ব্যাপী এই আয়োজনে অংশ নেয় রাজ্যের বেশকিছু নবীন ও প্রবীণ প্রজন্মের শিল্পীরা। রাজধানীর সিটি সেন্টারস্থিত আর্ট গ্যালারীতে আয়োজিত “আমার ত্রিপুরা” এর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের স্বনামধন্য চিত্রশিল্পী চিন্ময় রায়, সরকারি চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অভিজিৎ ভট্টাচার্য, অধ্যাপক জয়দ্বীপ ভট্টাচার্য, মনিষ ভট্টাচার্য সহ রাজ্যের অন্যন্য বিশিষ্ট ব্যাক্তিত্বরা। দু’দিন ব্যাপী এই প্রদর্শনীর পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল।
“আমার ত্রিপুরা” পেইজের প্রাণপুরুষ শ্যাম ভট্টাচার্য জানান, রাজ্য ভিত্তিক অনলাইন আলোকচিত্র প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার অর্জন করে যথাক্রমে প্রান্তোষ চক্রবর্তী, খোকন শর্মা এবং মণিকুন্তল ঘোষ। শ্রী ভট্টাচার্য জানান, রাজ্য ভিত্তিক অনলাইন অঙ্কন প্রতিযোগিতায় গ্রুপ-এ তে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম পুরস্কার অর্জন করে যথাক্রমে সমাদৃতা ভট্টাচার্য, শুভ্রনীল রায়, দেবায়ন ভট্টাচার্য, স্বর্ণাঙ্কিতা দেব এবং বিশ্বজিৎ দাস। গ্রুপ-বি তে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম পুরস্কার অর্জন করে যথাক্রমে আবীর দাস, নরেণ সুত্রধর, আরাধনা দেবনাথ, হৃদ্বেসা দেবনাথ এবং প্রিয়ম দেবনাথ। গ্রুপ-সি তে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম পুরস্কার অর্জন করে যথাক্রমে দেবর্ষিতা দেব, মনিকা কর্মকার, সর্বোত্তমা বিশ্বাস, গুনগুন বিশ্বাস এবং তন্ময় সাহা। পাশাপাশি প্রতিযোগিতা ও প্রদর্শনীতে অংশ নেওয়া সকল শিল্পীকেই “আমার ত্রিপুরা” এর পক্ষ্য থেকে শংসাপত্র প্রদান করা হয়।