ঐতিয্যবাহী বারুনি মেলার সূচনা লাউগাং এলাকায়

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৯ এপ্রিল || অন্যান্য বছরেরন্যায় এই বছরও লাউগাং এলাকায় অনুষ্ঠীত হচ্ছে ঐতিয্যবাহী বারুনি মেলা ২০২১। শান্তির বাজার মহকুমার অন্তর্গত লাউগাং বাজার সংলগ্ন এলাকায় এই মেলা অনুষ্টীত হচ্ছে। শুক্রবার ভোর থেকে শান্তির বাজার মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে লোকজনদের সমাগমে মেলার আকার ধারন করে। সকালবেলা লোকজনেরা পাশ্ববর্তী নদীর মধ্যে স্নান করে পূর্ব পুরুষদের উদ্দ্যেশ্যে তর্পন করে। এই জায়গায় লাউগাং নদী ও মুহুরী নদীর মিলনস্থল। গতবছর করোনা মহামারীর ফলে এই জায়গায় কোনো প্রকার মেলা হয়নি। এইবছর পুনরায় লোকজনের সমাগমে মেলা জমে উঠেছে। ধর্মীয় রীতিমেনে গঙ্গা মন্দিরে চলছে গঙ্গা পূজা। এই মেলাকে কেন্দ্র করে মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে রকমারি সরঞ্জাম নিয়ে দোকানদাররা উপস্থিত হয়। সবকিছু মিলে লোকজনের সমাগমে মেলা স্বার্থকরূপ ধারন করেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*