বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৯ এপ্রিল |সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রীর বিরুদ্বে অপপ্রচার করা পোষ্ট শেয়ার করাতে দুই যুবককে আটক করলো শান্তির বাজার থানার পুলিশ। এই নিয়ে শান্তির বাজার থানার ওসি সুব্রত চক্রবর্তী জানান, দক্ষিন তাকমা তৈপারচুং পাড়ার বাসিন্দা ম্যান্ডালা রিয়াং (২ ) ও বীরচন্দ্র নগর এলাকার বাসিন্দা রঞ্জীত রিয়াংকে (৩১) মোবাইল ফোনে ট্রেকিং করে আটক করে। অভিযুক্ত দুই যুবক ফেইসবুকে ফেইক আইডি খুলে মুখ্যমন্ত্রীর ফটোতে মালা দিয়ে প্রদীপ প্রজ্বলন করে পোষ্ট করা ছবি শেয়ার করে বলে জানা যায়। এই নিয়ে শান্তির বাজার থানা বৃহস্পতিবার দুইজনকে আটক করে। যার কেইস নং ১৩ / ২০২১ এবং ১২০ ( ৬ ) / ১৫৩ এ / ২৯৫ ( এ )/ ৫০৪ / ৫৯০ ( ২ ) আই পি সি এক্ট মামলা দায়ের করে দুই আভিযুক্তকে বিলোনীয়া জেলা দায়রা আদালতে প্রেরন করা হয়। এই নিয়ে ওসি সুব্রত চক্রবর্ত জানান, ঘটার সাথে জরিত মূল অভিযুক্তকে আটক করার করার প্রয়াস চালানো হচ্ছে।