আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল || ২৬-বীরচন্দ্রনগর কলসী কেন্দ্রের সিপিআই প্রার্থী সত্যজিৎ রিয়াং’এর গণনাকেন্দ্রে যাওয়ার সময় দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত সিপিআই শান্তিরবাজার বিভাগীয় সম্পাদক গুপীনাথ পাল। ঘটনা শান্তিরবাজার এস ডি এম অফিসের সামনে। অভিযোগ, দুষ্কৃতিকারীরা ওনার মাথা ফাটিয়ে দেয়। বর্তমানে উনি শান্তিরবাজার মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা যায়। এই নিয়ে সি পি আই কর্মীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া।