তারায়-তারায় ডেস্ক ।। অবাক হচ্ছেন ? ভারতের পরবর্তী রাষ্টপতি ক্যাটরিনা কাইফের কথা শুনে! আসল ঘটনাটি হচ্ছে, বলিউড সুপারস্টার ক্যাটরিনা কাইফকে ভারতের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত করা উচিত বলে মন্তব্য করেছেন দেশটির সুপ্রিমকোর্টের প্রাক্তন বিচারপতি মার্কণ্ডেয় কার্টজু।
তবে তার শর্ত, শপথগ্রহণের সময় পপুলার আইটেম সং ‘শীলা কি জওয়ানি’ নিজের গলায় গাইতে হবে ক্যাটকে।
মঙ্গলবার নিজের ব্লগে কার্টজু লেখেন, ‘কয়েকদিন আগে ক্রোয়েশিয়ার এক সুন্দরীকে রাষ্ট্রপতি করা হয়েছে৷ আর্থিকভাবে পিছিয়ে পড়া ক্রোয়েশিয়া যদি মিস গ্রেবর কিটরোবিককে রাষ্ট্রপতি করতে পারে, তাহলে আমরাই বা পারব না কেন?
আমি সব সময়ই ভোটে সুন্দরী মহিলাদের সমর্থন করি৷’
তিনি আরো বলেন, “কাউকে না কাউকে তো ভোট দিতেই হবে৷ তাই সুন্দরীদের ভোট দেয়াই ভালো৷ অন্তত মিডিয়ায় তাদের রূপের ছটা তো দেখা যাবে।”
সুত্র: ওয়েবসাইট