এবার ফাঁস হবে আফ্রিকার গোপন তথ্য

africaআন্তর্জাতিক ডেস্ক ।। আফ্রিকার রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে যেসব রাজনীতিবিদ ও ব্যবসায়ী ক্ষমতার অপব্যবহারকার করেছেন তাদের গোপন সব তথ্য ফাঁস করতে আফ্রিলিকস নামে এক ওয়েবসাইট চালু করেছে গণমাধ্যম ও দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনকারী গোষ্ঠীগুলো।
জানা গেছে, এখন থেকে ব্যক্তির পরিচয় গোপন রেখে স্পর্শকাতর তথ্যগুলো ফাঁস করে দেবে এ ওয়েবসাইট। এ নিয়ে দেশটিতে চলছে নানা সমালোচনার ঢেউ। রাষ্ট্রীয় দুর্নীতি জনসম্মুখে নিয়ে আসার এ উদ্যোগ কী কারণে নেয়া হলো? এর জবাব দিয়েছেন উদ্যোক্তারা নিজেই।
তারা জানান, ব্যাপকভাবে ছড়িয়ে পড়া দুর্নীতি ও মানবাধিকারের লঙ্ঘণ তুলে ধরতে অনুসন্ধানমূলক সাংবাদিকতা এখন সবচেয়ে বেশি জরুরি। আর এ কাজে জোয়ার আনতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এমনই জানিয়েছে ওয়েবসাইটটির উদ্যোক্তারা।
গণমাধ্যমকে তারা বলেন, সরকার ও কর্পোরেট ফার্মগুলোর ক্রমবর্ধমান নজরদারি এড়িয়ে যেতেও সাহায্য করবে আফ্রিলিকস। ক্ষমতার বিষয়ে সত্য কথন স্লোগানের ভিত্তিতে ১৯টি গণমাধ্যমের আফ্রিকীয় শাখা ও আন্দোলনকারী গোষ্ঠি আফ্রিলিকস সাইটটি তৈরি করেছে।
সাইট-উদ্যোক্তরা জানান, এতে আপনি আমাদের নথিপত্র পাঠাতে পারবেন এবং নির্বাচন করতে পারবেন যা আমাদের সদস্য সংগঠনগুলো তদন্ত করতে পারবে। তারা বলেন, আমরা এমন একটি পদ্ধতি নকশা করেছি যা আপনার পরিচয় গোপন রেখে নথিপত্র শেয়ার করতে সহায়তা করবে।
জানা গেছে, এ কারণে তথ্যের উৎসগুলোর ফাঁসকারী হিসেবে তাকে শনাক্ত করা আর সম্ভব হবে না।
উদ্যোক্তা সংবাদপত্রগুলোর মধ্যে দক্ষিণ আফ্রিকার মেইল ও গার্ডিয়ান, কেনিয়ায় ডেইলি ন্যাশন এবং নাইজেরিয়ার প্রিমিয়াম টাইমস অন্যতম।
ইউরোপের গ্লোবলিকস্’র অনুসরণে আফ্রিলিকস তৈরি করা হয়েছে বলে জানিয়েছে দ্য মেইল এন্ড গার্ডিয়ান।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*