স্পোর্টস ডেস্ক ।। আসন্ন অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে। আর ঠিক এক মাস পরই পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করছে মহেন্দ্র সিং ধোনির ভারত৷
বিশ্বকাপের আগে বৃহস্পতিবার বিশ্বকাপের নতুন জার্সি উন্মোচিত করলো ভারত৷
ভারতের নতুন জার্সির প্রধান বৈশিষ্ট্য হল এটি ১০০ শতাংশ পুর্নব্যবহার যোগ্য পলিয়েস্টার ফ্যাব্রিক দিয়ে বানানো হয়েছে৷ খেলার মাঠে ক্রিকেটারদের সম্পূর্ণ স্বাচ্ছন্দ্য দেয়ার জন্য নাইকি ড্রাই-ফিট ও নাইকি প্রো বেসপ্লেয়ার টেকনোলজি ব্যবহার করা হয়েছে জার্সিতে৷
ফলে এই জার্সি পড়লে ক্রিকেটারদের শরীর অনেক বেশি ঠান্ডা থাকবে৷
পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ বাতাস সঞ্চালন হবে জার্সিতে৷ গড়ে ৩৩টি প্লাস্টিকের বোতল রিসাইকেল করে প্রতিটি কিট বানানো হয়েছে।
‘জিরো ডিস্ট্রাকশন’ জার্সির স্ট্রেচেবিলিটিও অনেক বেশি।