আন্তর্জাতিক ডেস্ক ।। আইসল্যান্ডের হলুরায়ুন আগ্নেয়গিরির লাভা বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে। এ বছরের শুরুতে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার তোলা ছবিতে ৮৪ বর্গ কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে লাভা ছড়িয়ে পড়ার চিত্র ধরা পড়ে।
ওই এলাকা যুক্তরাষ্ট্রের ম্যানহ্যাটন দ্বীপের চেয়েও প্রায় দেড়গুণ বিস্তৃত বলেও জানায় নাসা।
গত বছরের আগস্টে এ আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত শুরু হয়। একে ১৮ শতকে পর সবচেয়ে বড় লাভার উদগীরণ বলে উল্লেখ করা হচ্ছে।
এর আগে ১৭৮৩ সালে আইসল্যান্ডের লাকি আগ্নেয়গিরি থেকে ভয়াবহ উদগীরণের ঘটনা ঘটেছিল। ওই অগ্নুৎপাতে সেখানকার মোট জনসংখ্যার ২০ ভাগ মানুষের মৃত্যু হয়।