আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ এপ্রিল || রাজ্যে ক্রমাগত করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে রাজ্যের জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড এর গ্রুপ-সি এবং গ্রুপ-ডি এর লিখিত পরীক্ষা অনিদৃষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে। মঙ্গলবার সংশ্লিষ্ট দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী ২৪শে এপ্রিল গ্রুপ-ডি এবং ২৫শে এপ্রিল গ্রুপ-সি এর লিখিত পরীক্ষা পুনরাদেশ পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।