বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২১ এপ্রিল || রাজ্য সরকারের নির্দেশিকাকে অমান্য করে ব্যাপক হারে লোক সমাগম হচ্ছে শান্তির বাজার বাসন্তী পূজাতে।
অন্যান্য বছরের ন্যায় এই বছরও বাসন্তী পূজার আয়োজন করলো দেশবন্ধু ক্লাবের সদস্যরা। শান্তির বাজার সমর চৌঁধুরী স্মৃতি মার্কেটে এই পূজা অনুষ্ঠিত হচ্ছে। এইবারকার পূজায় করোনা ভাইরাসের দ্বিতীয় পর্যায়ের প্রভাব থেকে লোকজনদের রক্ষনার্থে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের পক্ষ্য থেকে নির্দোশিকা জারী করা হয়েছে। এরমধ্যে সকলকে মাক্স পরিধান করে চলার জন্য ও সামাজিক দুরত্ব বজায় রেখে চলার জন্য বিশেষ আহব্বান জানানো হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে শান্তির বাজার মহকুমা প্রশাসন ও আরক্ষা প্রশাসনের সহযোগীতায় রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের এই প্রয়াস ব্যার্থ হতে চলছে। বাসন্তী পূজার বুধবার নবমী পূজা অনুষ্ঠিত হয়। শান্তির বাজার দেশবন্ধু ক্লাবের উদ্দ্যোগে আয়োজিত বাসন্তী পূজা উপলক্ষ্যে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অপরদিকের এই সাংস্কৃতিক অনেষ্ঠান উপভোগ করার জন্য পূজা প্যান্ডেলের প্রাঙ্গনে ব্যাপক হারে লোকসমাগম ঘটছে। যার মধ্যে আগত অধিকাংশ লোকজনেরা মাক্স পরিধান করা ছারাই চলাফেরা করছে। লোকজনেরা মানছেনা কোনো প্রকার সামাজিক দুরত্ব। এমনটাই চিত্র লক্ষ করা গেলো এদিন। এতে করে অতি সহজে ভাইরাস প্রভাবের আশঙ্কা থেকে যাচ্ছে। এই বিষয়ে সবকিছু জেনেও মহকুমা প্রসাশন নিরব দর্শকের ভূমিকা পালন করছে বলে অভিযোগ। মহকুমা প্রসাশনের এইধরনের কার্যকলাপে বিভিন্ন প্রকারের প্রশ্ন জাগছে লোকমনে।