আপডেট প্রতিনিধি, বক্সনগর, ২৩ এপ্রিল || বক্সনগর প্রেসক্লাবের সভাপতি ত্রিদিব করের মৃত্যুতে গোটা বক্সনগর সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার ভোর ৫টায় বক্সনগর প্রেস ক্লাবের সভাপতি ত্রিদিব করের দীর্ঘদিন যাবত দুরারোগ্য রোগেআক্রান্ত হয়। চিকিৎসকদের শেষ প্রচেষ্টায় ব্যর্থ করে অবশেষে শুক্রবার ভোরে প্রয়াত হন। উনি চলে যাওয়াতে বক্সনগরের প্রেসক্লাবের সকল সাংবাদিক বন্ধুগণ মর্মাহত। শুক্রবার সকাল ৯টায় বক্সনগর প্রেস ক্লাবের সকল সদস্যরা তাঁর মরদেহে মাল্যদান করেন। এক মিনিট নিরবতা পালন করে তাঁর আত্মার শান্তি কামনা করেন। এরপর তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয় নিজস্ব শ্মশানে। উনার মৃত্যু কালে বয়স হয়েছিল ৫৪ বছর। উনি স্ত্রী ও সাত বছরের একটি কন্যা ছাড়াও দুই ভাই এবং অসংখ্য আত্মীয় রেখে গেছেন।
বক্সনগর সকল সাংবাদিক বন্ধুদের নিয়ে দীর্ঘ প্রচেষ্টার পর ২০১৩ সালে প্রেস ক্লাব প্রতিষ্ঠার পেছনে মুখ্য ভূমিকায় তিনি ছিলেন। গত ১৫ বছর ধরে তিনি এই সাংবাদিকতা পেশার সাথে যুক্ত। সাংবাদিকতা শুরু করেন আজকের ফরিয়াদ ও সকালবেলা দুটি প্রভাতি পত্রিকা দিয়ে। বর্তমানে তিনি নিউজ ভ্যানগার্ড ও লাইভ ২৪ চ্যানেলে কর্মরত ছিলেন। তিনি বক্সনগরে সত্য ও নিষ্ঠার সহিত সামাজিক দায়িত্ব নিয়ে মানুষের সেবায় সর্বদা নিযুক্ত থাকতেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।