ছাত্র-ছাত্রীদের স্বার্থে ৫ দফা দাবিতে বিদ্যালয় শিক্ষা অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ এপ্রিল || ছাত্র-ছাত্রীদের স্বার্থে শুক্রবার পাঁচ দফা দাবি নিয়ে বিদ্যালয় শিক্ষা অধিকর্তা ইউ কে চাকমার কাছে এক প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করেন AISF ত্রিপুরা রাজ্য পরিষদ। রাজ্যে বর্তমান কোরোনা পরিস্থিতি যেই ভয়াবহ রূপ ধারণ করেছে সেই প্রেক্ষিতে রাজ্যের সকল প্রতিষ্ঠানে সবরকম পরীক্ষা বাতিল করা, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করে প্রি-বোর্ড এবং ইন্টারনাল অ্যাসেশমেন্ট পরীক্ষার নম্বরের উপর ভিত্তি করে বোর্ডের ফলাফল প্রকাশ করা, সকল দুস্থ পরিবারের ছাত্র-ছাত্রীদের জন্য অনলাইন শিক্ষার সরঞ্জামের ব্যবস্থা করা, বর্তমান চলমান প্রি-বোর্ড পরীক্ষা কেন্দ্রগুলিতে করোনা সুরক্ষা বিধি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা এবং দ্বাদশ শ্রেণীর ভর্তি নির্ভুল ও সরল প্রক্রিয়ায় সম্পন্ন করা – এই ছিল এদিনের দাবি। প্রতিনিধিদলে ছিলেন AISF রাজ্য আহ্বায়ক শুভদীপ মজুমদার, AISF নেতা সায়ন পাল, AISF সদস্য কংকন ভট্টাচার্যী, রোহিত দাস, উদয় দেবনাথ এবং সাগর দে প্রমুখ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*