এখন অবশ্য মন জুড়ে শুধুই ক্রিকেট : দেব

debতারায়-তারায় ডেস্ক ।। টালিউডের বক্স অফিসে তাদের মৃদু প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু বাইশ গজে তারা একজোট৷ ভারতের সিনেমা তারকাদের অংশগ্রহনে সিসিএলের পরের ম্যাচে কর্ণাটকের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া পশ্চিববঙ্গের টালিউড৷ আর তাই তাই বৃহস্পতিবার সকালে দলের হয়ে নেটে পাক্কা দু’ঘণ্টা গা ঘামিয়ে গেলেন সুপারস্টার দেব৷
অশোক মালহোত্রা ক্রিকেট অ্যাকাডেমির মাঠে সকাল থেকেই ব্যাট হাতে,প্যাড পরে তৈরি ছিলেন দেব৷ ব্যাট করেন ডানহাতে৷ পাশেই ওয়ার্ম আপ করতে দেখা গেল দলের আর এক লড়াকু সদস্য ইন্দ্রাশিসকে৷ অধিনায়ক যীশু সেনগুপ্ত তখন ব্যস্ত টিমের অন্যান্যদের সঙ্গে মিটিং করতে৷
আগের ম্যাচে জয় আসেনি৷ তাই এবার সামনে জোর ‘লড়াই’৷ তা নিয়ে আত্মবিশ্বাসী দেব৷ অভিনয়, সাংসদের দায়িত্ব আবার ক্রিকেট-এতকিছু সামলান কী করে টলি-সুপারস্টার? দেবের উত্তর, ‘বয়সের কারণেই সবকিছু সামলাতে পারছি৷ অভিনয় করাটা আমার কাছে বেঁচে থাকা৷ রাজনীতির কথা টখন আসে, তখন সবার আগে ভাবি মানুষের মঙ্গলের কথা৷ এখন অবশ্য মন জুড়ে শুধুই ক্রিকেট৷ টিমম্যান হিসেবে নিজেকে ভাবতে চাই৷ আমি থাকায় যদি আমার টিম একটু হলেও ইনস্পিরেশন পায়, তাহলে তার থেকে ভালো আর কী হতে পারে!’ সামনেই আসছে দেবের ‘হিরোগিরি’৷ ক্রিকেটের মাঠে যেমন, তেমনই বক্স অফিসে সাফল্যের ব্যাপারেও আশাবাদী৷ একই রকম সাফল্যের আশায় ইন্দ্রাশিসও৷ ক’দিন আগেই মুক্তি পেয়েছে তার ‘লড়াই’৷ ‘লড়াই’ দীর্ঘজীবি হোক কামনা করেও, তিনি আপাতত ফুটবল ছেড়ে ক্রিকেটে৷
দলের কোচ সুশীল শিকারিয়া অবশ্য টেকনিক্যাল দিকগুলোর উপর বেশি নজর দিচ্ছেন৷ সকলে মিলে যেরকম চার্জড আপ তাতে বোঝাই যাচ্ছে,‘লড়াই’ করেই সিসিএলের মঞ্চে ‘হিরোগিরি’ দেখাতে তৈরি বেঙ্গল টাইগার৷

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*