আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ মে || করোনা অতিমারির বাড়বাড়ন্ত গোটা দেশে। এর থেকে বাদ যায়নি ত্রিপুরা রাজ্যও। এই রাজ্যে ক্রমবর্ধমানভাবে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে। সেই দিকে লক্ষ্য রেখে খোয়াই জেলার জেলাশাসক স্মিতা মলের নেতৃত্বে এক প্রতিনিধি দল বুধবার বিকাল প্রায় ৮টা নাগাদ তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালটি পরিদর্শন করেন। এই প্রতিনিধি দলে খোয়াই জেলার জেলাশাসক স্মিতা মল ছাড়াও ছিলেন খোয়াই জেলার স্বাস্থ্য আধিকারিক, তেলিয়ামুড়া মহকুমা শাসক ভাস্বর ভট্টাচার্য, তেলিয়ামুড়া মহকুমা স্বাস্থ্য আধিকারিক চন্দন দেববর্মা সহ অন্যান্যরা। এদিন খোয়াই জেলার জেলাশাসক এর নেতৃত্বে প্রতিনিধি দলটি তেলিয়ামুড়া মহাকুমা হাসপাতাল চত্বর এবং পরিকাঠামো সরজমিনে পরিদর্শন করেন। পরে খোয়াই জেলার জেলাশাসক বলেন, তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালটি কোভিড সেন্টার করা হতে পারে। তবে কত সজ্জা বিশিষ্ট covid সেন্টার হবে সে ব্যাপারে কিছু বলেননি তিনি।