আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ মে || রাজ্যে করোনার গ্রাফ উর্ধমুখী। মৃত্যুর সংখ্যাও থেমে নেই। রাজ্যে গত ২৪ ঘন্টায় করোনায় আরও ১ জনের মৃত্যু হয়েছে।
এদিন রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয় ৩১৫ জন। জানা যায়, এদিন মোট ৫,১৮৩ জনের করোনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ৩১৫ জনের রিপোর্ট পজেটিভ আসে। জানা যায়, এদিন সুস্থ হয়েছেন ১১৭ জন করোনা রোগী।
এখনো পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্ত ৩৭,০০১ জন। মোট সুস্থ ৩৪,২৭৯ জন। রাজ্যে মোট মৃত্যু ৪০৫ জন।