আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ মে || রাজ্যের কোভিড পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার কতটুকু প্রস্তুত সেই সম্পর্কে খোঁজ খবর নিতে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে সরাসরি ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার দুপুরে প্রধানমন্ত্রী ফোন করে মুখ্যমন্ত্রীকে আশ্বাস দিয়েছেন ত্রিপুরাকে যথাসম্ভব সাহায্য করবেন।
এদিন বিকেলেই কোভিড যুদ্ধে ত্রিপুরার মানুষের সাহায্যার্থে ৬০টি অক্সিজেন কনসেন্ট্রেটর রাজ্যে এসে পৌছায়। বায়ু সেনার বিশেষ বিমানে আগরতলাস্থিত এম বি বি বিমানবন্দরে অক্সিজেন কনসেন্ট্রেটর গুলি এসে পৌছায়। অক্সিজেন কনসেন্ট্রেটর সরবরাহ করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারত সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।