এআপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ মে || শুক্রবার ঊনকোটি জেলা হাসপাতাল ও কৈলাশহরে আর জি এম হাসপাতালের কোভিড সেন্টার পরিদর্শন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। পরিদর্শনকালে তিনি এখানকার আধিকারিকদের স্বাস্থ্য পরিকাঠামোর আরও উন্নতিকরণের বিষয়ে নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরায় এই মুহূর্তে অক্সিজেনের কোনও অভাব নেই। রাজ্যবাসীর কাছে আবেদন, অক্সিমিটারের মাধ্যমে অক্সিজেন স্যাচুরেশন নিয়মিত খেয়াল রাখুন। মৃদু উপসর্গ থাকলে বাড়িতেই থাকুন। স্বাস্থ্যকর্মীদের সঙ্গে যোগাযোগ করে পরামর্শ নিন। তিনি বলেন, অক্সিজেন স্যাচুরেশন ৯০ এর নীচে নামলে তবেই হাসপাতালে বা কোভিড সেন্টারে যান।