আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ মে || রাজ্যের ধর্মনগরস্থিত জেলা হাসপাতাল পরিদর্শন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার বের। এদিন হাসপাতালের সার্বিক পরিকাঠামো সহ স্বাস্থ্য পরিষেবা বিষয়ক বিভিন্ন বিষয়ের খোঁজ খবর নেন তিনি। জেলা হাসপাতালে মোট ১৪টি শয্যা বিশিষ্ট কোভিড কেয়ার সেন্টার রয়েছে। এর মধ্যে ৪টি ভেন্টিলেটর বেড। বাকি ১০টি আইসোলেশন বেড।
এর আগের বারের ন্যায় এই দ্বিতীয় ঢেউয়ে জনগণ করোনার চিকিৎসার জন্য শহর মুখী হয়নি। যা রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর ক্ষেত্রে একটা ভালো দিক। বর্তমানে প্রত্যেক জেলায় ও মহকুমা অঞ্চলে ভেন্টিলেটর-সহ করোনার চিকিৎসা পরিকাঠামো গড়ে উঠেছে।